সিপিজে নিরাপত্তা নির্দেশিকা: কোরোনাভাইরাস জনিত অতিমারি কভার করা

PEDRO PARDO / AFP

সাম্প্রতিকতম সংযোজন ২০ শে মে, ২০২১

২০২০ সালের মার্চ মাসের ১১ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডাব্লিউ এইচ ও ) কোভিড – ১৯ ( নব্য কোরোনা ভাইরাস ) জনিত প্রাদুর্ভাবকে পৃথিবীব্যাপী অতিমারি হিসাবে ঘোষণা করেছে। সমগ্র বিশ্বের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে, এবং সংবাদ প্রতিবেদন অনুযায়ী, নয়া করোনা ভাইরাসের ভিন্ন ভিন্ন রূপ চিহ্নিত হওয়ায় ও কোভিড – ১৯-এর টিকাকরণ প্রোগ্রাম ক্রমশ গতি পাওয়ায় বহু দেশ তাদের ভ্রমণের বিধি নিষেধ এবং / অথবা নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি ও পদক্ষেপ বৃদ্ধি করছে বা শিথিল করছে।

এই ভাইরাসের বিষয়ে এবং এর সাথে সংগ্রাম করতে সরকার কি কি উদ্যোগ নিচ্ছে সে বিষয়ে সর্বসাধারণকে অবগত করতে সমগ্র বিশ্ব জুড়ে সাংবাদিকগণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বহু দেশে কর্তৃপক্ষ স্বাধীন রিপোর্টিং ও তথ্য সংগ্রহকে থামিয়ে দেওয়ার চূড়ান্ত উদ্যোগ নেওয়া সত্ত্বেও সাংবাদিকরা তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন, এমনটাই জানাচ্ছে সিপিজের নথি ও তথ্য। সাংবাদিকদের সঙ্গে সিপিজের আলাপচারিতা থেকে জানা যাচ্ছে যে, সংবাদ মাধ্যমের সদস্যরা বিপুল পরিমাণ চাপ ও উদ্বিগ্নতার মুখোমুখি হচ্ছেন এবং তাঁদের ভ্রমণ, সাক্ষাৎকার নেওয়া, এবং যে সকল স্থানে কাজের সূত্রে তারা যাচ্ছেন তাতে প্রায়শই তাদের সংক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে । সেনসরশিপ, আটক, শারীরিক ও অনলাইন হয়রানির মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের এবং কোভিড – ১৯-এর কারণে তাঁদের জীবন ও জীবিকার বিস্তর ক্ষতি হয়েছে, এমনটাই আলোকপাত করা হয়েছে সিপিজের সাম্প্রতিকতম রিপোর্টে। 

করোনা ভাইরাস জনিত অতিমারি কভার করছেন যে সকল সাংবাদিকরা, সাম্প্রতিকতম পরামর্শ, আদেশ ও বিধি নিষেধ সম্পর্কে নিজেদের ওয়াকিবহাল রাখতে ডব্লিউ এইচ ও এবং তাদের স্থানীয় গণ স্বাস্থ্য সংগঠনের দেওয়া তথ্যের দিকে নজর রাখা উচিত। অতিমারির সাম্প্রতিক উত্থান পতন সম্বন্ধে জানার জন্য জনস হপকিনস ইউনিভার্সিটি করোনা ভাইরাস রিসোর্স সেন্টার একটি নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। 

কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকা

আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত বিধি নিষেধ এবং / অথবা নিরাপত্তা সংক্রান্ত নিয়ম সমূহ ঘন ঘন বদল হচ্ছে। এর অর্থ হল, অল্প সময়ের বিজ্ঞপ্তি বা কোনও বিজ্ঞপ্তি ছাড়াই অ্যাসাইনমেন্ট বদলে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। 

যে সকল মিডিয়া কর্মীরা টিকা নিয়েছেন তাঁদের খেয়াল রাখা উচিত যে, টিকা নেওয়ার পরও তাঁরা ভাইরাস ছড়িয়ে দিতে পারেন, এমনটাই জানাচ্ছে ইউ এস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ( সি ডি সি ) এবং ভাইরাসের ভিন্ন ভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে নিরাপত্তা দেওয়ার স্তরের তারতম্য থাকে বিভিন্ন ধরনের টিকার, এমনটা জানিয়েছে ইয়েল মেডিসিন। তাই শারীরিক দূরত্ব বজায় রাখা ও মুখে মাস্ক পরিধান করার মতো কোভিড – ১৯ সম্পর্কিত নিরাপত্তা মূলক পদক্ষেপ গুলি নিরবচ্ছিন্ন ভাবে মেনে চলা উচিত। 

যারা কোভিড – ১৯ -এর অতিমারি সম্পর্কিত খবর করতে আগ্রহী তারা অবশ্যই নিম্নলিখিত সুরক্ষা সংক্রান্ত তথ্যগুলি বিবেচনায় রাখবেনঃ

প্রাক – নিয়োগ

মানসিক সুস্থতা

সংক্রামিত হওয়া এবং অপরকে সংক্রামিত করা থেকে বিরত থাকা

বহু দেশ বর্তমানে সামাজিক/ শারীরিক দূরত্ব বজায় রাখার প্রক্রিয়াটি অনুশীলন করে চলেছে, যদিও আপনি কোন দেশে রয়েছেন তার উপর নির্ভর করে নির্দেশিত দূরত্ব বিধি বদল হতে পারে। যদি উচ্চতর ঝুঁকি পূর্ণ স্থান যেমন নিম্নে উল্লেখিত যে কোনও জায়গা থেকে রিপোর্টিং করতে হয় তখন যথাযথ প্রয়োজনীয় হাইজিন সংক্রান্ত ব্যবস্থা আছে কিনা তা আগে থেকে খোঁজ খবর নিয়ে নিন। যদি কোনও রকম সন্দেহ থাকে তাহলে সেখানে যাবেন না।   

সংক্রমন এড়ানোর প্রামাণ্য সুপারিশগুলি হলঃ

Personal Protective Equipment (PPE)

ব্যক্তিগত নিরাপত্তামূলক সরঞ্জাম (পি পি ই)

অ্যাসাইনমেন্টের প্রকৃতির উপর নির্ভর করছে গণ মাধ্যম কর্মীদের নিরাপদ ভাবে রিপোর্ট করতে কেমন ধরনের মেডিকেল পি পি ই পরিধান করার প্রয়োজন হতে পারে। এর মধ্যে থাকতে পারে এক বার ব্যবহার যোগ্য দস্তানা, মুখের মাস্ক, নিরাপত্তা মূলক অ্যাপ্রন / ওভারল / বডিসুট এবং এক বার ব্যবহার যোগ্য জুতো আবরণী ইত্যাদি।  

মেডিকেল পি পি ই সুরক্ষার সঙ্গে পরা ও খোলার ক্ষেত্রে ভীষণ সতর্কতার সাথে নজর রাখতে হবে এবং সবচেয়ে সুরক্ষিত পদ্ধতি মেনে কাজটি করতে হবে। অনুগ্রহ করে এখানে ক্লিক করুন সি ডি সি থেকে সাধারণ সহায়তা পেতে ।  যখন পি পি ই খুলবেন তখন বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যেহেতু এই সময় পারস্পরিক স্পর্শের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। যদি কোনও রকম সন্দেহের অবকাশ থাকে তাহলে বিশেষজ্ঞের পরামর্শ ও প্রশিক্ষণ নিন কোনও রকম অ্যাসাইনমেন্টের উদ্দেশে বেরিয়ে পড়ার আগে। 

অনুগ্রহ করে খেয়াল রাখুন যে, কোনও কোনও দেশে উন্নত মানের মেডিকেল পি পি ইর সরবরাহে ঘাটতি থাকতে পারে এবং / অথবা সোর্স পাওয়া কঠিন হতে পারে, তাই এই ধরনের উপকরণ ব্যবহারের ফলে ঘাটতি দেখা দিতে পারে। 

মুখের মাস্ক

সাধারণ মানুষের মধ্যে গিয়ে, বদ্ধ জায়গায় এবং / অথবা উচ্চতর ঝুঁকি পূর্ণ স্থানে গিয়ে রিপোর্টিং করা মিডিয়া কর্মীদের বিশেষত মুখের মাস্ক যথাযথ ভাবে পরিধান করা সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে রাখা ভীষণ জরুরি। আপনার এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে, বদ্ধ জায়গায় বাতাসে ভাসমান ভাইরাল ড্রপলেট স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি মাত্রায় ঘন সন্নিবিষ্ট থাকে আর তাই সংক্রমণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। 

এই বিষয়ে সতর্ক থাকুন যে, মুখের মাস্ক যদি যথার্থ ভাবে ব্যবহার করা না হয় তাহলে এই মুখের মাস্ক প্রকৃত পক্ষে সংক্রমণের উৎস হয়ে ওঠার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ল্যান্সেটের একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, সংক্রমণের সাত দিন পরেও চিহ্নিত করা যায় এমন স্তরের সংক্রামক ভাইরাস সার্জিকাল মাস্কে উপস্থিত থেকেই যায়। এই সমীক্ষার উপর নির্ভর করে বলা যায়, মাস্ক খুলে ফেলা বা পুনরায় তা ব্যবহার করা বা মাস্ক পরিধান করার সময় নিজের মুখ স্পর্শ করা সংক্রমণের ঝুঁকিকে বহু গুণে বাড়িয়ে দেয়। 

যদি আপনি মাস্ক ব্যবহার করেন তাহলে নিম্নে উল্লেখিত পরামর্শ গুলি আপনার মেনে চলা উচিতঃ 

উপকরণের নিরাপত্তা

সংক্রমিত উপকরণ থেকে কোভিড – ১৯ ছড়ানোর সম্ভাবনা কার্যত ঘটে থাকে। সব সময় কঠোর ভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা ও উপকরণ গুলিকে জীবাণু মুক্ত করা ও তা প্রয়োগ করা উচিত : 

বৈদ্যুতিন উপকরণ পরিষ্কার

বৈদ্যুতিন সরঞ্জাম পরিষ্কার বিষয়ে নিম্নে উল্লিখিত পয়েন্টগুলি সাধারণ নির্দেশিকা দিয়ে থাকে। পরিষ্কার করার আগে উপকরণ প্রস্তুতকারকদের নির্দেশিকা ভাল ভাবে পড়ে নেওয়ার বিষয়টি সব সময় নিশ্চিত করুন।

আরও বিস্তারিত নির্দেশিকা পাওয়া যেতে পারে এই আর্টিকেলের মাধ্যমে  

ডিজিটাল সুরক্ষা

অ্যাসাইনমেন্টের সময় অপরাধ ও শারীরিক নিরাপত্তা

আন্তর্জাতিক ভ্রমণ অ্যাসাইনমেন্ট

বিশ্বব্যাপী ভ্রমণে সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এখন খুবই সমস্যার এবং দিন দিন বিরল হয়ে যাচ্ছে। যদি বিদেশে কোন অ্যাসাইনমেন্ট থাকে তাহলে নিচে দেওয়া বিষয়গুলি মেনে চলতে হবেঃ

অ্যাসাইনমেন্ট পরবর্তী

যদি আপনার মধ্যে লক্ষণ দেখা যায়

সি পি জে অনলাইনে ‘সেফটি কিট’ দিচ্ছে যাতে কিছু প্রাথমিক সুরক্ষার তথ্য যেমন শারীরিক, ডিজিটাল এবং মানসিক তথ্যের সাধন ও সংস্থান রয়েছে সাংবাদিক এবং নিউজ রুমে যারা থাকবেন তাদের জন্য, এর সাথেই সামাজিক অস্থিরতা ও নির্বাচনের দিকটিও রয়েছে ।

[সম্পাদকের বয়ান: এই নির্দেশিকা মূলত প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি এবং বারবার তা পরিবর্তন করা হয়েছে। শীর্ষে উল্লেখিত প্রকাশের তারিখ কার্যত সাম্প্রতিকতম আপডেটকে সূচিত করে।]

Exit mobile version